Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রয়োজনের তুলনায় অর্ধেক চিকিৎসকই নেই বরিশালে


২৮ জুন ২০২০ ১০:৪৭ | আপডেট: ২৮ জুন ২০২০ ১৮:৫৯

বরিশাল: বরিশাল বিভাগে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা চরম বেহাল দশায় দাঁড়িয়েছে। যার কারণে বিভাগের ছয় জেলায় ৬টি জেলা হাসপাতাল আর ৩৪টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের চিকিৎসা সেবা।

জানা গেছে, বিভাগের বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ভোলা ও বরগুনা জেলায় চিকিৎসক পদ রয়েছে ১ হাজার ১৩১টি। এরমধ্যে ৫৩৮টি রয়েছে শূন্য অবস্থায়। আর বিভাগে ১২০টি মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) পদের মধ্যে ৫৮টি শূন্য।

বিজ্ঞাপন

অপরদিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দক্ষিণাঞ্চলবাসীর একমাত্র ভরসাস্থল হলেও করুণ অবস্থায় চলছে এখানকার চিকিৎসা সেবা। ১৯৬৮ সালের ৩৬০ বেড অনুসারে অর্ধেকও জনবল নেই। অথচ হাসপাতালটি থেকে হাজার বেডে উন্নতির ব্যাপারে উল্লেখ থাকলেও সর্বদা দুই হাজারেরও অধিক রোগী চিকিৎসার জন্য ভর্তি থাকেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শেবাচিম হাসপাতালে চিকিৎসকের ২২৪টি পদ থাকলেও ১২৭টি পদে চিকিৎসক নেই। হাসপাতালে টেকনোলজিস্টের পদ ছয়টি। কেবল নার্স ব্যতিত অন্যান্য পদে জনবল নেই অর্ধেকও। হাসপাতালের ২২টি বিভাগীয় প্রধান পদে একজন করে অধ্যাপক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র একজন। জনবল সংকটের কারণে এখানকার আইসিইউতে থাকা মুমূর্ষু রোগীদের সেবায়ও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

হাসপাতালের আইসিইউ শুরুর পর এখন পর্যন্ত চিকিৎসক ও টেকনোলজিস্ট নিয়োগ হয়নি। হাসপাতালে মোট ২৮টি আইসিইউ বেডের মধ্যে করোনায় আক্রান্তদের জন্য রয়েছে ১৮টি। এখন অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসক এবং ১০ জন নার্স প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে করোনা ওয়ার্ডের আইসিইউ সেবা চালু রাখা হয়েছে। করোনা ওয়ার্ডের আইসিইউতে এখন ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ওয়ার্ড ব্যতীত বাকি আইসিইউতে সেবা পাচ্ছে না সাধারণ রোগীরা। শেবাচিম হাসপাতাল চত্বরে পাঁচতলার নতুন ভবনের ১৫০টি করোনা বেডে এখন চিকিৎসাধীন রয়েছেন প্রায় ১২০ জন রোগী।

বিজ্ঞাপন

হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন জানান, হাসপাতালে চিকিৎসকসহ জনবল সংকটের কারণে চিকিৎসা ব্যবস্থা চলছে অনেকটাই জোড়া-তালির মধ্য দিয়ে। তবে এই করোনাকালে হাসপাতালের চিকিৎসকরা অধিক পরিশ্রমের মধ্যদিয়ে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, বিভাগের ছয় জেলা ও উপজেলায় যেসব স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসকের পদের প্রায় অর্ধেক পদে নেই চিকিৎসক নেই। এছাড়াও নার্স, টেকনোলজিস্টসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদও শূন্য রয়েছে। তবে সম্প্রতি বরিশাল বিভাগে ৬৫ জন চিকিৎসককে শেবাচিমসহ বিভিন্ন হাসপাতালের করোনা ওয়ার্ডে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, করোনাভাইরা আক্রান্তদের জন্য বরিশাল বিভাগে পাঁচ শতাধিক আইসোলেশন বেডের ব্যবস্থা রয়েছে। একমাত্র শেবাচিমে ১৮টি আইসিইউ থাকলেও বিভাগের কোথাও বেসরকারিভাবে আইসিইউ ব্যবস্থাপনা নেই।

করোনাভাইরাস চিকিৎসক চিকিৎসা চিকিৎসা সেবা টপ নিউজ শেবাচিম শেরেবাংলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর