জুলাইয়েই কি মিলবে করোনার ভ্যাকসিন?
২৮ জুন ২০২০ ০৩:০০ | আপডেট: ২৮ জুন ২০২০ ০৩:১৯
করোনাভাইরাসের তাণ্ডবে গোটা পৃথিবী এখন মৃত্যুপুরী। উপায়-বুদ্ধি খুঁজতে যখন হয়রান গোটা বিশ্ব এরইমধ্যে ভালো খবর দিলো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউট ও অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ। গত এপ্রিলে করোনার প্রতিষেধক ডিএনএ ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করেছিল জেনার ইনস্টিটিউট। শনিবার প্রতিষ্ঠানটির বরাতে বিজনেস ইনসাইডার জানায়, ভ্যাকসিনের পর পর দু’টি হিউম্যান ট্রায়ালের সফলতার পর তৃতীয় পরীক্ষারও সবকিছু ঠিকঠাক চলছে। বিজ্ঞানীদের আশা পরীক্ষার এই শেষ ধাপ সফল হলে জুলাইতেই মিলতে পারে বহুল প্রতীক্ষিত করোনার প্রতিষেধক।
অবশ্য সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে জেনার ইনস্টিটিউটের তৃতীয় ট্রায়ালেও ভ্যাকসিনের সফলতার খবর। তবে এক্ষেত্রে তারা সংবাদের সূত্র উল্লেখ করেনি।
অবশ্য এইসব খবরের আগেও করোনার প্রতিষেধক খোঁজ রত এই গবেষকদলের প্রধান ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের ভ্যাকসিনোলজির অধ্যাপক সারা গিলবার্ট বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘চ্যাডক্স ১ এনকভ-১৯’নামের এই ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়ে তিনি প্রায় নিশ্চিত।
অধ্যাপক সারা জানিয়েছিলেন, যুক্তরাজ্য, চীন, ইউরোপ ও ভারতের মোট ৭টি গবেষণা সংস্থা তাদের এই কার্যক্রমের অংশীদার হিসেবে আছে। অক্সফোর্ডে হিউম্যান জেনেটিক্স প্রজেক্টের হয়ে ইবোলার ভ্যাকসিন তৈরির গবেষকদলের প্রধানও ছিলেন সারা।
বিবিসির খবরে জানা গেছে, শিম্পাঞ্জির সাধারণ সর্দির ভাইরাসের দুর্বল সংস্করণ অ্যাডেনো ভাইরাস ব্যবহার করে ‘চ্যাডক্স ১’উদ্ভাবন করা হয়েছে। গবেষকদের আশা, এই ভাইরাস থেকে আবিষ্কার করা এই ভ্যাকসিন মানব শরীরে প্রয়োগ করলে প্রয়োজনীয় অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, যা ঠেকিয়ে দেবে করোনাভাইরাসকে।