Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা পরীক্ষায় ফি নির্ধারণের কথা ভাবছে সরকার’


২৮ জুন ২০২০ ০০:০৩

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে নমুনা পরীক্ষার খরচ নিয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। এক্ষেত্রে সরকারিভাবে ফি নির্ধারণ করা যায় কি না তা নিয়ে আলোচনাও হয়েছে। কিন্তু এখনও ফাইনাল হয়নি।

শনিবার (২৭ জুন) সারাবাংলাকে এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সারাবাংলাকে বলেন, ‘কোভিড-১৯ নমুনা পরীক্ষার প্রাইস নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছিল। কিন্তু এখনও ফাইনাল হয়নি। সরকারের অনেক টাকা খরচ হচ্ছে। একটা নমুনা পরীক্ষা করতে তো অনেক টাকাই লাগে। সব মিলিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায়। টেস্ট ফ্রি থাকার কারণে অনেক অপ্রয়োজনীয় নমুনা পরীক্ষার বিষয়েও আমরা জানতে পারছি। এক্ষেত্রে যাদের একান্তই নমুনা পরীক্ষা করানো দরকার তাদের জন্য সুবিধা করে দিতেও এমনটা ভাবা হচ্ছিল।‘

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের এ বিষয়ে একটা আলোচনা হয়েছিল। নমুনা পরীক্ষা করানোতে কোনো প্রাইস ধরা যায় কিনা সেটা নিয়েই আলোচনা হয়। সেটাই এখন নির্ধারণ করা হচ্ছে। নির্ধারণ হয়ে গেলে ঘোষণা করবে হয়তো।’

জাহিদ মালেক বলেন, ‘বর্তমানে দেশে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষার জন্য আমরা তিন হাজার ৫০০ টাকা নির্ধারণ করে দিয়েছি। এক্ষেত্রে সরকারিভাবে অন্তত সর্বনিম্ন একটা মূল্য নির্ধারণের কথা ভাবা হচ্ছে। আর এটা নিয়ে খসড়া চূড়ান্ত করে আলোচনার মূল্য নির্ধারণ করা হবে। এক্ষেত্রে অবশ্যই সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

করোনা টপ নিউজ ফি নির্ধারণ সরকারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর