Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা


২৭ জুন ২০২০ ১৮:৫৬ | আপডেট: ২৭ জুন ২০২০ ২২:১১

ঢাকা: দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ব্যারিস্টার সৌমিত্র সরদার বাদী হয়ে শনিবার (২৭ জুন)  গুলশান থানায় মামলাটি করেন।

ব্যারিস্টার সৌমিত্র সরদার জানান, ইনকিলাব পত্রিকায় বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী, প্রশাসন, স্বাস্থ্যখাত এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে কটূক্তি করে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে তাদের মানহানি হয়ে এবং একজন পাঠক হিসেবে মামলার বাদী সংক্ষুব্ধে হয়েছেন। তাই তিনি দৈনিক ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দীন ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অ্যাক্টে মামলাটি দায়ের করা হয়।

বিজ্ঞাপন

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান পারভেজ জানান, মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গুলশান জোনের উপ-কমিশনার সুদীব চক্রবর্তী সারাবাংলাকে বলেন, ‘ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ বিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।’

আইন ডিজিটাল নিরাপত্তা আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর