Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্তাগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু


২৭ জুন ২০২০ ১৮:১৬

ঢাকা: রাজধানীর শ্যামপুরের পোস্তাগোলা ব্রিজের ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় জাকির (২২) ও আক্কাস (২৩) নামে দুই যুবককে হাসপাতালে চিকিৎসাধীল রয়েছেন।

শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাকিল।

আহতদের বন্ধু মো. জাহিদ জানান, মোটরসাইকেল আরোহী তিনজনই পশ্চিম ধোলাইপার এলাকার বাসিন্দা। তারা একসাথে মোটরসাইকেল করে বেড়াতে বের হয়েছিলেন। পোস্তগোলা ব্রিজের উপর দুর্ঘটনার শিকার হন। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তিনি ভালো করে জানতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শাকিল রাত ১১টার দিকে মারা যায়। আহত দুইজন চিকিৎসাধীন আছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, পোস্তগোলা ব্রিজের ওপরে একটি দুর্ঘটনার খবর শুনেছি। বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।

মোটরসাইকেল যুবক নিহত শ্যামপুর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর