Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিক মেয়র প্রার্থী রেজাউলের আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু


২৭ জুন ২০২০ ১৮:১৩

চট্টগ্রাম ব্যুরো: করোনায় আক্রান্ত এবং উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ৭০ শয্যার আইসোলেশন সেন্টার খুলেছেন স্থগিত হয়ে যাওয়া সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

শনিবার (২৭ জুন) সকালে নগরীর বাকলিয়ার তুলাতলীতে ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে ‘মুক্তি আইসোলেশন সেন্টারের’ উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিজ্ঞাপন

উপমন্ত্রী নওফেল এসময় বলেন, ‘করোনায় যুক্তরাষ্ট্রে লাখের ওপরে মানুষ মারা গেছে। আমাদের দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে বলেই করোনায় সংক্রমিত লাখ পার হলেও মৃত্যুর হার কম। এতে প্রমাণ হয়েছে, আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে।’

নগরবাসীকে অসুস্থ হলেই হাসপাতালে না ছুটে আগে আইসোলেশন সেন্টারে আসার আহবান জানিয়েছেন নওফেল।

আইসোলেশন সেন্টার গড়ে তোলায় রেজাউল করিম চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে নওফেল বলেন, ‘রেজাউল করিম চৌধুরী এখনো কোনো রাষ্ট্রীয় দায়িত্বে নেই। কিন্তু মানবিকতার তাগিদে এগিয়ে এসেছেন। উনার কাছে আবেদন থাকবে, নির্বাচিত হলে চট্টগ্রামে তিনি যেন একটি বিশেষায়িত হাসপাতাল করেন। এ বি এম মহিউদ্দিন চৌধুরী যখন মেয়র ছিলেন, সারাদেশের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনই প্রথম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এগিয়ে এসেছিল। ওয়ার্ডে ওয়ার্ডে আরবান হেলথ কেয়ার গড়ে তোলা হয়েছিল। আমি অনুরোধ করবো, রেজাউল করিম চৌধুরী নির্বাচিত হলে যেনো সে ধারা অব্যাহত রাখেন।’

উপমন্ত্রী নওফেল আইসোলেশন সেন্টারের জন্য নগদ দেড় লাখ টাকা, একটি ফগার মেশিন এবং উন্নতমানের পিপিই দিয়েছেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সরকারের বিভিন্ন নির্দেশনার পরও চট্টগ্রামের প্রাইভেট ক্লিনিকগুলো চিকিৎসা দিচ্ছে না। সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না। এসব দেখে আমার খুব কষ্ট লাগছে। একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ববোধ থেকে এই আইসোলেশন সেন্টার আমি গড়ে তুলেছি। এটা ১০০ শয্যার আইসোলেশন সেন্টার হবে। এখানে কোভিড-নন কোভিড সব রোগীরই চিকিৎসা হবে।’

এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা.নাসির উদ্দিন মাহমুদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. শেখ শফিউল আজম, বিএমএ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান বাবুলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছিলেন।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতেও শতাধিক নেতাকর্মী উদ্বোধনী অনুষ্ঠানে জড়ো হন। ভিড় এবং হুড়োহুড়িতে এসময় নিরাপদ দূরত্বে অবস্থানের নির্দেশনা উপেক্ষিত হয়। স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হওয়ায় অনুষ্ঠান শেষে উপমন্ত্রী নওফেল বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

অনুষ্ঠানে জানানো হয়েছে, আইসোলেশন সেন্টারে আছেন আট জন ডাক্তার, ১৬ জন নার্স, আট জন ওয়ার্ড বয়, দুজন আয়া, দুজন ক্লিনার ও চার জন সিকিউরিটি গার্ড। চট্টগ্রামের যেকোনো এলাকার রোগীকে এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। এতে কোভিড রোগীদের জন্য অক্সিজেন সেবাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকবে। অন্যদিকে নন-কোভিড রোগীদের জন্য আলাদা একটা হেল্প ডেস্ক থাকবে। যেখানে নন-কোভিড রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে।

ধর্মীয় প্রতিষ্ঠানে উপমন্ত্রী নওফেলের অনুদান

চট্টগ্রাম নগরীর প্রায় দু’শ বছরের পুরনো একটি মন্দিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। নগরীর এনায়েতবাজারে কেদারনাথ তেওয়ারী কলোনি জোড়া শিব মন্দির উন্নয়নের জন্য এই সরকারি অনুদান মন্দিরে সনাতন ধর্ম সংসদের সভাপতি উওম দে’র হাতে দেওয়া হয়।

এসময় এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতা শিবু প্রসাদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ উপস্থিত ছিলেন।

করোনা চসিক মেয়র প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর