Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বব্যাপী কোটি মানুষ করোনায় আক্রান্ত


২৮ জুন ২০২০ ০০:৪০ | আপডেট: ২৮ জুন ২০২০ ১১:৫৪

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চল এবং দুইটি প্রমোদতরীতে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমনে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এক কোটি মানুষ। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।

রোববার (২৮ জুন) বাংলাদেশ স্থানীয় সময় রাত ১২ টা ১৮ মিনিটে বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় এক কোটি ৫১ জনে। একই সময়ে বিশ্বে চার লাখ ৯৮ হাজার ৯৫২ জনের করোনায় মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৫৪ লাখ ১৪ হাজার ৬৪৬ জন।

বিজ্ঞাপন

এদিকে, আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৭৭ হাজার ৫২৬ জন। তারপর রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮৪ হাজার ২১৪ জন। ইউরোপ মহাদেশ থেকে রাশিয়া রয়েছে আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছয় লাখ ২৭ হাজার ৬৪৬ জন।

কোভিড-১৯: ভারতে ৬ দিনে ১ লাখ – মোট আক্রান্ত ৫ লাখ

এছাড়াও, পাঁচ লাখ ৩০ হাজার আক্রান্ত নিয়ে এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভারত।

অন্যদিকে, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে ১৯ দেশে। তাদের মধ্যে রয়েছে – যুক্তরাজ্য, স্পেন, পেরু, চিলি, ইতালি, ইরান, মেক্সিকো, পাকিস্তান, তুরস্ক, জার্মানি, সৌদি আরব, ফ্রান্স, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও কানাডা।

প্রসঙ্গত, শনিবার (২৭ জুন) পর্যন্ত  বাংলাদেশে নভেল করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৫ জনের। এবং চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৫৪ হাজার ৩১৮ জন।

করোনা: লাইভ আপডেট

বিজ্ঞাপন

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর