চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামির মৃত্যু
২৭ জুন ২০২০ ১১:১২ | আপডেট: ২৭ জুন ২০২০ ১১:১৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পাঁচ দিন আগে সাতকানিয়ায় সংঘটিত একটি হত্যা মামলার আসামি।
শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া গ্রামের হাজীপাড়ায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি। নিহত আব্দুল হান্নান সোহেল (৩২) পেশাদার মাদক বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, মাদক বিক্রির প্রতিবাদ করায় গত ২২ জুন সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বারদোনা আদর্শ পাড়ায় মো. মোসাদ্দেক (৩৫) নামে একজনকে ছুরিকাঘাতে খুন করে হান্নান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর সারাবাংলাকে জানান, মোসাদ্দেক খুনের মামলার আসামি হান্নানকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। মোসাদ্দককে খুনের সময় ব্যবহৃত ছোরা উদ্ধারের জন্য পুলিশ হান্নানকে নিয়ে তার মাদকের আস্তানা দক্ষিণ রূপকানিয়া গ্রামে অভিযানে যায়।
ওসি’র দাবি, রাত দেড়টার দিকে আস্তানায় হান্নানের সহযোগীরা বসে মাদক সেবন করছিল। তারা প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। সহযোগীদের বর্ষণ করা গুলি হান্নানের বুকে বিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় হান্নানকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৬৫ পিস ইয়াবা, একটি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও চার রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
হান্নানের লাশের সুরতহাল প্রতিবদেন তৈরি শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
ছুরিকাঘাতে হত্যা টপ নিউজ বন্দুকযুদ্ধ মাদক বিক্রির প্রতিবাদ হত্যা হত্যা মামলার আসামি