প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া করোনায় আক্রান্ত
২৭ জুন ২০২০ ১০:৫৪ | আপডেট: ২৭ জুন ২০২০ ১৪:০৬
ঢাকা: আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি গণভবন সংলগ্ন সরকারি কোয়ার্টারে হোম কোয়ারেন্টাইনে আছেন।
শুক্রবার (২৬ জুন) বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে অবস্থানকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘কয়েকদিন আগে আমাদের দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা পরীক্ষা করিয়েছিলেন। তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শারীরিক কোনো সমস্যা নেই। তিনি সুস্থ আছেন।’
বিপ্লব বড়ুয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন বলে জানান তথ্যমন্ত্রী
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রাতে একটি স্টাটাস দেন। তিনি বলেন, ‘আমাদের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের জানাজার পর দিন থেকেই গত ১৩ দিন ধরে আমার সরকারি বাসায় রয়েছি। কাউকে জানানোর মতো তেমন কিছু নয়, আমি এবং আমার পরিবারের সকল সদস্য পরম করুণাময়ের কৃপায় ও আপনাদের সকলের আশীর্বাদে এখনো পর্যন্ত ভালো আছি। আপনারা যারা খোঁজখবর নিচ্ছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সম্পূর্ণ সুস্থ হয়ে শীঘ্রই স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারব বলে আশা করছি। আপনারা দোয়া রাখবেন।’