করোনায় মারা গেলেন খোকার ভাই উজ্জ্বল
২৭ জুন ২০২০ ০১:২২ | আপডেট: ২৭ জুন ২০২০ ০১:২৩
ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছোট ভাই আনোয়ার হোসেন উজ্বল।
শুক্রবার (২৬ জুন) বিলেল সাড়ে ৫টায় রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২০ জুন কোভিড-১৯ পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
মৃত্যুকালে আনোয়ার হোসেনের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক মেয়ে রেখে গেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের চাচা তিনি।
সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি জানান, আনোয়ার হোসেন উজ্জ্বলের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন মির্জা ফখরুল।
আনোয়া হোসেনের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।