Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইন ক্লাস কার্যক্রমে যাবে ঢাবি


২৬ জুন ২০২০ ২০:৫১ | আপডেট: ২৬ জুন ২০২০ ২০:৫২

ঢাবি: জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। শুরুতে অনলাইন ক্লাস কার্যক্রমে না যাওয়ার সিদ্ধান্ত থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির ক্রমাবনতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত পাল্টেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ জুন) জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সভায় সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে অনলাইন ক্লাস সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয়ভাবে নীতিমালা প্রণয়ন, তথ্য-প্রযুক্তি অবকাঠামো নির্মাণ ও আর্থিক সংশ্লেষসহ আনুষঙ্গিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে নির্দেশ দেওয়া হয় বলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে ইতোপূর্বে ডিন’স কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও অনেক বিভাগ বা ইনস্টিটিউট অনলাইনে ক্লাস নেওয়াসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রেখেছে। যেসব বিভাগ বা ইনস্টিটিউট বিভিন্ন কারণে এখনো অনলাইন ক্লাস চালু করত পারেনি, সেসব বিভাগ বা ইনস্টিটিউটকে সীমিত সামর্থ্য দিয়েই জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠিত অনলাইন সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ, ইনস্টিটিউটের প্রধানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৮ মার্চ থেকে পরবর্তী ১০দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা-কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এরপরে কয়েক দফা ছুটি বাড়িয়ে অনির্দিষ্ট সময়ের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

অনলাইন ক্লাস টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর