Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


২৬ জুন ২০২০ ১৭:১২

ঢাকা: লক্ষ্মীপুরের রায়পুরে হায়দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো সাইয়্যেদ মুফতি তাহের জাবেরীর মেয়ে ছয় বছরের মেয়ে আরিয়া আক্তার ও সাইয়্যেদ ফয়সালের সাত বছরের ছেলে ফাইয়াজ হোসেন। তারা একে অপরের চাচাতো ভাই-বোন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঘর থেকে দুই শিশু বের হয়ে আর ফেরেনি। তাদের খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশু ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

পানিতে পড়ে মৃত্যু লক্ষ্মীপুর শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর