Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড হাসপাতালে অর্ধেক আইসিইউ, দুই-তৃতীয়াংশ বেড এখনো খালি


২৬ জুন ২০২০ ১৬:১২

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের সব কোভিড হাসপাতালেই পর্যাপ্ত বেড এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) খালি আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপলিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য তুলে ধরে তিনি জানান, রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে ৮৩টি ও সারাদেশের সব কোভিড হাসপাতালে ১৯৬টি আইসিইউ এখনো খালি রয়েছে। খালি থাকা আইসিইউয়ের সংখ্যা কোভিড হাসপাতালগুলোর মোট আইসিইউয়ের প্রায় অর্ধেক। অন্যদিকে, ঢাকাসহ সারাদেশের কোভিড হাসপাতালগুলোর সাধারণ বেডেরও তিন ভাগের দুই ভাগই খালি রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আরও পড়ুন- ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু, শনাক্ত ছাড়াল ১ লাখ ৩০ হাজার

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের জন্য ঢাকা মহানগরে ১৬টি হাসপাতালকে বিশেষায়িত করা হয়েছে। এর বাইরেও ঢাকা জেলায় আরও একটি হাসপাতাল বরাদ্দ রয়েছে।

নাসিমা সুলতানা বলেন, ঢাকা মহানগরে যেসব কোভিড হাসপাতাল রয়েছে, সেগুলোতে মোট সাধারণ বেড রয়েছে ৬ হাজার ৭৭৩টি। এসব হাসপাতালে আইসিইউ রয়েছে ১৮০টি। এর মধ্যে সাধারণ বেডে কোভিড রোগী ভর্তি আছে ২ হাজার ৩৭৫ জন। আর আইসিইউতে ভর্তি আছেন ৯৭ জন।

এ হিসাব অনুযায়ী, ঢাকার কোভিড হাসপাতালগুলোতে ৪ হাজার ৩৯৮টি বেড খালি রয়েছে, যা মোট বেডের ৬৪ দশমিক ৯৩ ভাগ বা প্রায় দুই-তৃতীয়াংশ। একইভাবে খালি থাকা আইসিইউয়ের সংখ্যা ৮৩টি, যা মোট আইসিইউয়ের ৪৬ দশমিক ১১ শতাংশ বা প্রায় অর্ধেক।

এদিকে, সারাদেশের সব বিভাগের তথ্য তুলে ধরে অধ্যাপক নাসিমা বুলেটিনে জানান, সব বিভাগ মিলিয়ে কোভিড হাসপাতালগুলোতে সাধারণ বেড রয়েছে ১৪ হাজার ৬১০টি। এসব বেডে ভর্তি আছেন ৪৬৯১ জন। আর সারাদেশের কোভিড হাসপাতালে মোট আইসিইউ রয়েছে ৩৭৯টি। এর মধ্যে ১৮৩টি আইসিইউয়ে কোভিড রোগী ভর্তি রয়েছে।

বিজ্ঞাপন

এ হিসাবে সারাদেশের কোভিড হাসপাতালে ৯ হাজার ৯১৯টি বেড এখনো খালি রয়েছে। আর আইসিইউ এখনো খালি রয়েছে ১৯৬টি। অর্থাৎ সারাদেশের কোভিড হাসপাতালের ৬৭ দশমিক ৮৯ শতাংশ বা দুই-তৃতীয়াংশেরও বেশি সাধারণ বেড খালি রয়েছে। আর আইসিইউ খালি রয়েছে ৫১ দশমিক ৭১ শতাংশ বা অর্ধেকেরও বেশি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, সারাদেশে যেসব হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা দেওয়া হচ্ছে, সেসব হাসপাতালে এখনো অনেক বেড খালি রয়েছে, আইসিইউও খালি রয়েছে। তাই এসব হাসপাতালে সবাই ভর্তি হতে পারবেন।

বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের এই মহাপরিচালক গত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরে জানান, এই সময়ে করোনায় আক্রান্ত ৪০ জন মারা গেছেন, নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬৮ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৩৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে। এর মধ্যে ১ হাজার ৬৬১ জন মারা গেলেন। আর আক্রান্ত ব্যক্তির মধ্যে ৫৩ হাজার ১৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইন বুলেটিন আইসিইউ কোভিড ডেডিকেটেড হাসপাতালৎ কোভিড হাসপাতাল টপ নিউজ সাধারণ বেড স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর