Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার প্রধান ২ আসামি গ্রেফতার


২৫ জুন ২০২০ ২১:৩৭

নাটোর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি মোস্তাক হোসেনকে রাজশাহীর বাঘা ও অপর আসামি সুমাইয়ার শ্বশুর জাকির হোসেনকে বগুড়ার নন্দীগ্রাম এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে মামলার অপর দুই আসামি শ্বাশুড়ি সৈয়দা মালেকা ও ননদ জুঁই খাতুনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, একটানা ৪৮ ঘণ্টার অভিযান চালায় পুলিশের ৮টি বিশেষ টিম। তার অংশ হিসাবে আজ সকালে আটকের পর বেলা ১২টার দিকে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।

এর আগে, গত রোববার সুমাইয়া অসুস্থ হয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি, এমন খবরে তার মা হাসপাতালে গিয়ে দেখেন মর্গে মেয়ের মরদেহ পড়ে আছে। এ ঘটনায় সোমবার রাতে নাটোর সদর থানায় মা নুজহাত সুলতানা সুমাইয়ার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদকে আসামি করে হত্যা মামলা করেন।

এদিকে, গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পরীক্ষার প্রকাশিত ফলে সুমাইয়া সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৪৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘আসামিদের সবাইকে আটক করা সম্ভব হয়েছে। এখন তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করে সবাইকে বিচারের আওতায় আনা হবে।’

ঢাবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর