Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘড়ি চুরির মামলায় গ্রেফতার আরেক যুবক কারাগারে


২৫ জুন ২০২০ ২০:০৮

ঢাকা: গুলশান এলাকায় ব্যবসায়ী মামুন আহমেদের বাসায় কোটি টাকার ঘড়ি চুরির মামলায় সজল আহম্মেদ (২৬) নামে এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ জুন) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ রনি আসামি সজলকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

গত বুধবার (২৪ জুন) গ্রেফতার আরও তিন আসামিকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তারা হলেন- মিজান (২০), মো. উজ্জ্বল মিয়া (২৬) ও মো. তাজুল ইসলাম লিটন (২৮)।

গুলশানের ব্যবসায়ী মামুন আহমেদের দামি দামি ঘড়ি সংগ্রহের শখ। তিনি ঘড়ি সংগ্রহ করে সেগুলো বাসাতেই রাখেন। গত ৮ জুন রাতে রাজধানীর গুলশানের বারিধারার পার্ক রোডের ৩২ নম্বর বাসার দোতালায় চুরি হয়। সকালে উঠে দেখেন পাশের রুম থেকে একটি আইফোন ও পাঁচটি ঘড়ি চুরি হয়ে গেছে। প্রতিটি ঘড়ির মূল্য প্রায় কোটি টাকা করে। ওই ঘটনায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

কারাগারে ঘড়ি চুরি মামলা যুবক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর