Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় অনুমোদন পেলো আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়


২৫ জুন ২০২০ ১৮:৪১

ঢাকা: রাজধানীর মধ্যে নতুন করে কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত থাকলেও আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার উত্তরায় ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে এ বিশ্ববিদ্যালয় স্থাপনের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

উত্তরার নতুন এই বিশ্ববিদ্যালয় নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৬টিতে। গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম শরীফকে অনুমোদনের চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। অধ্যাপক রফিকুল ইসলাম বর্তমানে রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের উপাচার্যের দায়িত্বে আছেন।

২৩টি শর্ত দিয়ে নতুন এই বিশ্ববিদ্যালয় স্থাপনে অস্থায়ীভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের জন্য কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। এতে কমপক্ষে তিনটি অনুষদ এবং অনুষদগুলোর অধীনে কমপক্ষে ছয়টি বিভাগ, শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, ছাত্র-ছাত্রীদের জন্য কমনরুম, সেমিনার কক্ষ রাখতে হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম সম্পর্কিত একটি পরিকল্পনা প্রণয়ন করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদন নিতে হবে বলেও আদেশে জানানো হয়েছে।

অনুমোদন বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর