Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জীবনরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা দ্রুত নেওয়ার দাবি গণফোরামের


২৫ জুন ২০২০ ১৭:৪১

ঢাকা: মানুষের জীবনরক্ষায় সরকারকে প্রয়োজনীয় সব ব্যবস্থা দ্রুততার সাথে গ্রহণ করার দাবি জানিয়েছে গণফোরাম। বৃহস্পতিবার (২৫ জুন) এক যৌথ বিবৃতিতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘করোনাভাইরাস আমাদের দেশে মহামারি আকার ধারণ করেছে। এক্ষেত্রে করোনা আক্রান্তদের পরীক্ষার জন্য ল্যাব, অক্সিজেন, ভেন্টিলেশনসহ হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যার ব্যবস্থা করতে হবে। চিকিৎসা নিতে আসা মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

রেড জোন এলাকাতে মানুষের খাদ্য, চিকিৎসা, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করা, স্বাস্থ্যখাতের দুর্নীতি বন্ধ এবং সৎ, দক্ষ বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় কমিটি গঠন করে সব কাজের সমন্বয় করার জোর দাবিও জানান তারা।

চিকিৎসা দিয়ে গিয়ে মৃত্যুবরণকারী চিকিৎসকদের জন্য শোক প্রকাশ করছি পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে করে স্বাস্থ্য সেবাকে চলমান রাখার প্রতি খেয়াল রাখা আবশ্যক বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা।

করোনাভাইরাস গণফোরাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর