Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত ৪৩৫ পোশাক শ্রমিক, ৫ জনের মৃত্যু


২৫ জুন ২০২০ ১৭:০৬

ঢাকা: দেশের তৈরি পোশাক খাতের ১৮৩টি কারখানায় ৪৩৫ জন পোশাক শ্রমিক এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের।

বৃহস্পতিবার (২৫ জুন) শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশের তথ্যমতে, বিজিএমইএ’র ৭০টি কারখানায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২২৩ জন। বিকেএমইএ’র ৩২টি কারখানায় ৯৬ জন। বিটিএমএ’র ৩টি কারখানায় ৪ জন। বেপজার ৫৩টি কারখানায় ৭৫ জন ও অন্যান্য ২৫টি কারখানায় ৩৭ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

অঞ্চলভিত্তিক তথ্যে দেখা গেছে, আশুলিয়ার ৩৩টি কারখানায় ৭৬ জন, গাজীপুরের ৩৮টি কারখানায় ৯৬ জন, চট্টগ্রামের ৫৩টি কারখানায় ৬০ জন, নারায়ণগঞ্জের ৪৩টি কারখানায় ১০৮ জন, ময়মনসিংহের ১২টি কারখানায় ৮১ জন ও খুলনার ৪টি কারখানায় ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, ১৮৩ কারখানায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৯ জন ও মৃত্যু হয়েছে ৫ জনের।

১৮৩টি কারখানা করোনাভাইরাস পোশাক শ্রমিক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর