করোনা প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগে সমন্বয় সেল
২৪ জুন ২০২০ ১৮:৪১ | আপডেট: ২৪ জুন ২০২০ ২১:৫৬
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সমন্বয় সেল গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। ১৫ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের অধীন দফতর ও সংস্থাগুলোর কার্যক্রমের তদারকি ও সমন্বয় করবে এই সেল।
মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সরকার বিভাগের অধীনে এই সমন্বয় সেল গঠন করে দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী সারাবাংলাকে এ তথ্য জানান।
হায়দার আলী জানান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন অনুবিভাগ) মো. জহিরুল ইসলামকে আহ্বায়ক করে ও উপসচিব (সিটি করপোরেশন-১) আ ন ম ফয়জুল হককে সদস্য সচিব করা হয়েছে কমিটিতে। কমিটির বাকি ১৩ জনের মধ্যে আট জন যুগ্ম সচিব ও পাঁচ জন উপসচিবকে বিভিন্ন বিভাগ ও সিটি করপোরেশন এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে।
গঠিত সমন্বয় সেল করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের অধীন দফতর, সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ওপর অর্পিত সব দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়টি তদারকি ও সমন্বয় করবে।
এছাড়া এই সেল সিটি করপোরেশনগুলোর অধিক্ষেত্রে রেড জোন এলাকায় জনপ্রতিনিধি, ইমান, এনজিও এনজিও প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিত্বসহ প্রয়োজনীয়সংখ্যক স্বেচ্ছাসেবীকে যুক্ত করে সিটি করপোরেশনের বিভিন্ন নাগরিক সেবা তদারকি ও মনিটরিং করবে; লকডাউন চলাকালে বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিচালনার জন্য এসওপি (স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর) চূড়ান্ত করবে; এবং কোভিড মোকাবিলায় অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের কাজের সঙ্গেও সমন্বয় করবে এই সেল।