Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যাদের শুভেচ্ছায় সিক্ত আওয়ামী লীগ


২৪ জুন ২০২০ ১৮:০৯

ঢাকা: ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী উপমহাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগকে শুভেচ্ছা জানিয়েছে জার্মানি, চীন, রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, স্পেন, কোরিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইডেন, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দল ও ব্যক্তি।

মঙ্গলবার (২৩ জুন) ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছাবার্তা পাঠায় বিশ্বের বিভিন্ন প্রান্ত বিভিন্ন রাজনৈতিক দল। দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।

বিজ্ঞাপন

আওয়ামী লীগকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো ব্যক্তি, রাজনৈতিক দল ও সংস্থাগুলো হলো চীনা কমিউনিস্ট পার্টি, সেন্ট্রাল ওয়ার্কার্স পার্টি, উত্তর কোরিয়া; সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব অস্ট্রিয়া; আয়ারল্যান্ডের রক্ষণশীল রাজনৈতিক দল ফাইন গ্যাল; বরিস ভি গ্রিজলিভ, চেয়ারম্যান, সুপ্রিম কাউন্সিল অব ইউনাইটেড রাশিয়া; জগৎ প্রকাশ নাড্ডা, ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ভারত; পল ওজনো, সিনেটর, স্টেট অব মিশিগান; পল স্ট্যাউট, চেয়ারম্যান, সোশালিস্ট পার্টি, বেভেরেন, বেলজিয়াম; ম্যানফ্রেড পেন্টজ, মেম্বার অব দি স্টেট, পার্লামেন্ট সেক্রেটারি জেনারেল, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, হেসে, জার্মানি; স্পেন হিউম্যান রাইটস কর্পস; এলেনা কার্লস্টর্ম, চেয়ারপার্সন, বাম দল, সুইডেন; পার্টিটো ডেমোক্রেটিও, ইতালি।

বিবৃতিতে তারা বলেন, দেশের প্রাচীনতম দল হিসেবে ১৯৪৯ সালের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলটি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়। অসাম্প্রদায়িক ও প্রগতিশীলতার নীতি ধারণ করে এই অঞ্চলের মানুষের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের জনগণ স্বাধীনতা অর্জন করে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের ঐক্য ও সংহতি ধরে রেখে অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সকল ক্ষেত্রে জাতীয় উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক শান্তি, ঐক্য, সংহতি দৃঢ় করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিসীম অবদান রেখে চলেছে।

সর্বোপরি, তারা বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে দল ও দলের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন এবং যে কোন পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ-এর পক্ষ থেকে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর