Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুর রেল প্রকল্পে ৫০ লাখ টাকা চাঁদা দাবি: কারাগারে ২


২৪ জুন ২০২০ ১৬:৫৩

ঢাকা: পদ্মাসেতুর রেল প্রকল্পের ঠিকাদার এরশাদ গ্রুপের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৪ জুন) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

আসামিরা হলেন- মাকসুদ বাবুল মোল্লা (৪৫) ও আবু তালেব লালু (৩১)। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা এবং চাঁদাবাজির পৃথক দুই মামলা দায়ের করা হয়েছে।

এদিন দুই মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই জাকির হোসেন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিচারক শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে রাজধানীর নাসির ট্রেড সেন্টারের এরশাদ গ্রুপের অফিসে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী জানান, পদ্মা রেল সেতু প্রকল্পের জন্য আনা পাথর কয়েকটি লাইটারেজ জাহাজে করে প্রকল্প এলাকায় নিয়ে যাওয়া হয়। সে পাথরগুলো প্রকল্প এলাকায় নামাতে (আনলোড করতে) গেলে একটি চক্র বাধা দেয়। পাথর নামানোর জন্য গত কয়েকদিন ধরেই ৫০ লাখ টাকা দাবি করে আসছিল আমাদের কাছ থেকে।

তিনি বলেন, মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে ৮-১০ জন চাঁদাবাজ বাংলামোটরের হাতিরপুলে নাসির ট্রেড সেন্টারের এরশাদ গ্রুপের অফিসে তাদের দাবি করা ৫০ লাখ টাকা নিতে আসে। এসময় একটি শটগানসহ দুই চাঁদাবাজকে আটক করে পুলিশ।

চাঁদা টপ নিউজ টাকা পদ্মাসেতু প্রকল্প রেল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর