Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রীদের মালামাল চুরি: ছিনতাইকারী কারাগারে


২৪ জুন ২০২০ ০৪:২০

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ব্যাগ কেটে মালামাল চুরি ও টান দিয়ে যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগের মামলায় ছিনতাইকারী সোহেলকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তেঁজগাও থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আসামি সোহেলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ জুন সন্ধ্যা ৭টার দিকে একটি পত্রিকায় ছিঁচকে চোর সোহেলের চুরি-ছিনতাইয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সোমবার রাতে তেঁজগাও থানা পুলিশের একটি দল ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে।

আসামি সোহেল স্বীকার করেন যে তিনি একজন মাদকসেবী। রাতের বেলা মাদক সেবন করে ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকেন। আর দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও ছিনতাই করেন।

ছিনতাই ছিনতাইকারী কারাগারে মালামাল চুরি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর