Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাশ ফেলার হুমকি, চিকিৎসক নেতার বিরুদ্ধে থানায় জিডি


২৪ জুন ২০২০ ০০:৪৯ | আপডেট: ২৪ জুন ২০২০ ০০:৫০

চট্টগ্রাম ব্যুরো: খুনের হুমকি দেওয়ার অভিযোগ এনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আলোচিত নেতা ডা. মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি। পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে। এতে ফয়সাল ইকবালকে গ্রেফতারের আরজি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে নুরুল আজিম রনি নগরীর পাঁচলাইশ থানায় অভিযোগ জমা দেন। অভিযোগ গ্রহণের পুলিশের উল্লেখ করা জিডির নম্বর- ৯১০/২০।

বিজ্ঞাপন

পাঁচলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘একটা অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।’ এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন- ছাত্রলীগের সমাবেশ থেকে আ.লীগ নেতা ফয়সাল ইকবালকে গ্রেফতারের দাবি

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সারাবাংলাকে বলেন, ‘আমি তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের আবেদন নিয়ে গিয়েছিলাম। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের আগে আদালতের অনুমতি নিতে হবে। তারা জিডি হিসেবে অভিযোগ গ্রহণ করেছে।’

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তথ্যপ্রযুক্তি আইনে মামলা গ্রহণের আগে পুলিশ সদর দফতরের অনুমতি নেওয়ার নির্দেশনা আছে। ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারা অনুযায়ী এ সংক্রান্ত জিডিও আদালতের অনুমতি নিয়ে তদন্ত করতে হয়।

করোনায় আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে গড়ে তোলা একটি আইসোলেশন সেন্টারের পরিচালক মো. সাজ্জাত হোসেনের সঙ্গে মোবাইলে কথোপকথনের সময় রনি’র লাশ ফেলার হুমকি দিয়েছেন মর্মে সোমবার চট্টগ্রামের কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ পরিবেশিত হয়। মঙ্গলবার কয়েকটি গণমাধ্যমেও এই খবর আসে।

বিজ্ঞাপন

অনলাইন পোর্টালে পরিবেশিত সংবাদকে ভিত্তি ধরে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এক বিবৃতিতে গভীর উদ্বেগ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজ ছাত্রলীগ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশ থেকে ফয়সাল ইকবালকে গ্রেফতারের দাবি জানানো হয়।

‘হুমকি পাওয়া’ নুরুল আজিম রনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সমালোচনায় সবসময় সরব রনি।

আর ফয়সাল ইকবাল চৌধুরী বিএমএ’র চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক। তিনি নগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। চট্টগ্রামের রাজনীতিতে তিনি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

ফয়সাল ইকবাল চৌধুরী মোবাইলে কথোপকথনের রেকর্ডটি এডিট করা এবং কণ্ঠস্বর তার নয় বলে দাবি করেছেন।

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই আলোচনায় আসতে শুরু করেন বিএমএ নেতা ডা. মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরী। কোভিড ও নন-কোভিড রোগীদের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা না দেওয়ার নেপথ্যে এই বিএমএ নেতার মদতের অভিযোগ ওঠে জোরেশোরে। গত ৩০ মে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মনিটরিং এ স্থানীয় প্রশাসন গঠিত সার্ভেইল্যান্স টিমের সদস্য করা হয়েছিল ফয়সাল ইকবাল চৌধুরীকে। বিতর্কের মুখে তাকে পরে বাদ দেওয়া হয়। এরপর থেকে কিছুদিন নিশ্চুপ থেকে ‘লাশ ফেলার হুমকি’তে আবারও আলোচনায় এলেন এই চিকিৎসক নেতা।

টপ নিউজ ডা. ফয়সাল ইকবাল চৌধুরী থানায় জিডি নুরুল আজিম রনি বিএমএ নেতা সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর