নিম্ন আদালতের ২৬ বিচারক করোনা আক্রান্ত
২৩ জুন ২০২০ ১৫:৪১ | আপডেট: ২৩ জুন ২০২০ ১৫:৪২
ঢাকা: ২৬ জন বিচারকসহ সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালত মিলিয়ে ৯৭ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, মঙ্গলবার পর্যন্ত অধস্তন আদালতের ২৬ বিচারক করোনায় আক্রান্ত। এছাড়া সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতের ৭১ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ২০ জুন পর্যন্ত ২০ জন বিচারক এবং সুপ্রিম কোর্টের ২৪ জন কর্মচারী এবং অধস্তন আদালতের ৫৯ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিন দিনে আরও ৬ জন বিচারক এবং ১৪ জন কর্মচারী আক্রান্ত হন।
গত ১৪ জুন করোনাভাইরাসে আক্রান্ত অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের তথ্য চেয়েছিলেন হাইকোর্ট প্রশাসন। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য চেয়েছিলেন। এরপর থেকে প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের তথ্য আপডেট করা হচ্ছে এবং গণমাধ্যমে তা প্রকাশ করা হচ্ছে।