Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ দিন বিরতির পর ফের বাজেট অধিবেশন শুরু


২৩ জুন ২০২০ ১২:৫২ | আপডেট: ২৩ জুন ২০২০ ১৩:৩০

সাত দিন বিরতির পর আবারো বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক সকাল ১১ টায় শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে ১৫ জুন সম্পুরক বাজেট পাস করার মধ্য দিয়ে অধিবেশন ৭ দিনের জন্য মুলতবি করা হয়েছিল। যে সংসদ সদস্যরা অধিবেশনে যোগদান করছেন তাদের করোনাভাইরাসের উপসর্গ আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে সংসদে।

শনিবার (২০ জুন) থেকে সোমবার পর্যন্ত ৩ দিনে ৯১ সংসদ সদস্যের করোনা পরীক্ষা করা হয়েছে। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় বাজেট অধিবেশন আরো সংক্ষিপ্ত করা হয়। এজন্যই দীর্ঘ এ মুলতবি। ৩০ জুন আগামী অর্থ বছরের বাজেট পাস হবে। গত ১১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিকেল ৩টায় ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উত্থাপন করেন। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি বাজেট অধিবেশনের মুলতবি। ১৪ ও ১৫ জুন ২০১৯-২০২০ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা এবং সম্পূরক বাজেট পাস করা হয়। সংসদ সচিবালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, আজ ২৩ জুন ও আগামীকাল ২৪ জুন সংসদ অধিবেশন চলবে। এরপর আবার অধিবেশন মুলতবি হতে পারে ২৯ তারিখ পর্যন্ত।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, সংসদ সদস্যদের বাড়তি সর্তকতা হিসেবে অধিবেশনে যোগদানকারী সংসদ সদস্যদের করোনা নমুনা পরীক্ষার চিঠি দিয়েছে সংসদ সচিবালয়। যারা সামনের কয়েকদিন সংসদে যোগদান করবেন তাদের অধিকাংশই নমুনা পরীক্ষা করানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। সংসদ এলাকায় পার্লামেন্ট মেম্বরর্স ক্লাবের এলডি হলের দোতলায় আইইডিসিআর এর প্রতিনিধিরা এসে সংসদ সদস্যদের নমুনা নিয়ে যান। এরপর নমুনা পরীক্ষা করিয়ে পরদিন সন্ধ্যার মধ্যে ফলাফল জানিয়ে দেওয়া হয়। প্রথম দিন শনিবার ২০ জন সংসদ সদস্য নমুনা দেন। তাদের মধ্যে কেউ করোনা শনাক্ত হয়নি। এরপর দ্বিতীয় দিন গত রোববার (২১ জুন) আরো ৪৫ জন নমুনা দেন তাদের ফলাফলেও কারো করোনা শনাক্ত হয়নি।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) ২৬ জন সংসদ সদস্য নমুনা দিয়েছেন তাদের ফলাফল আগামীকাল আসতে পারে। এনিয়ে মোট ৯১ জন সংসদ সদস্য নমুনা পরীক্ষা করালেন। এবার বাজেট অধিবেশনে নির্দিষ্ট সংসদ সদস্য নির্ধারিত দিনেই কেবল মাত্র অধিবেশনে যোগদান করতে পারবেন। সেক্ষত্রে প্রতিদিন গড়ে ৮০-৯০ জন সংসদ সদস্য উপস্থিত থাকতে পারেন। করোনাভাইরাসের কারণে তিন ফুট দূরত্ব বজায় রেখে সংসদে আসন বিন্যাস করা হয়েছে।

সংসদ সচিবালয় জানায়, সংসদ অধিবেশনে অনুপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, নওগাঁ-৪ আসনের সংসদ সদস মুহা: ইমাজ উদ্দিন প্রাং, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের স্ত্রী কন্যা অসুস্থ থাকায় আসতে নিষেধ করা হয়েছে। এছাড়া পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান মিয়া, বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল হক টিটুকে বাবার মৃত্যুর কারণে সংসদে আসতে নিষেধ করা হয়েছে।

জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বয়োজ্যেষ্ঠ বিধায় আসতে নিষেধ করা হয়েছে। এছাড়া জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান করোনায় আক্রান্ত, যদিও বর্তমানে তিনি সুস্থ। শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন, নরসিংদী-৫ রাজি উদ্দিন আহমেদ, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছিলেন। সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম জিন্নাতুল বাকিয়া, শেখ এ্যানী রহমান বেগম আদিবা আনজুম মিতা, মোসা তাহমিনা বেগম, বেগম লুৎফুন নেসা খান।

সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর