রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পাঠাও’র চালক নিহত
৬ মার্চ ২০১৮ ১৩:৪৪
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় গাজি মারুফ আহমেদ (২৪) নামে পাঠাও এর মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (৫ মার্চ) দিনগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মৃত মারুফ কুমিল্লা মুরাদনগরের বড়ুয়ারচড় গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
তেজগাঁওয়ে শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন কুমার সাহা জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সড়ক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। কিন্তু কোন যানবাহন সাথে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।
ঢামেক হাসপাতালের মর্গে এসে মারুফের মৃতদেহ সনাক্ত করেন বোন ফাতেমা আক্তার আখি। তিনি জানান, মারুফ পাঠাও এর মোটরসাইকেল চালক। তারা বর্তমানে গুলশান কালাচাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থাকেন।
সোমবার রাতে গুলশান নিকেতন এলাকায় যাত্রী নামিয়ে কালাচাদপুর বাসায় ফেরার পথে লিং রোডে সড়ক দুর্ঘটনায় তার মৃত হয়। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সারাবাংলা/ এসএসআর/ এমএইচ