Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন


২২ জুন ২০২০ ২৩:৩৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মাদক বিক্রির প্রতিবাদ করায় এ খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২২ জুন) সন্ধ্যায়  সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা আদর্শ পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. মোসাদ্দেক (৩৫)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির সারাবাংলাকে বলেন, প্রাথমিকভাবে তথ্য পেয়েছি, আব্দুল হান্নান নামে এক ব্যক্তি এলাকায় ইয়াবা বিক্রি করে। মাদক ব্যবসা বন্ধের জন্য মোসাদ্দেক এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তুলছিল। এজন্য হান্নান মোসাদ্দেক ও তার ছোট ভাই ফয়সালকে ছুরিকাঘাত করে।

ঘটনাস্থলে মোসাদ্দেক নিহত হয়েছে। ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছুরিকাঘাত মাদক বিক্রিতে বাধা মাদক বিক্রেতা যুবক খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর