ইউরোপে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ‘হেলথকেয়ার আর্মি’
২২ জুন ২০২০ ১৯:২৮ | আপডেট: ২৩ জুন ২০২০ ০০:১০
নভেল করোনাভাইয়রাসের সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ প্রথমদফা সংক্রমণে ইউরোপের অবস্থা নাজেহাল। এখন, সংক্রমণ কিছুটা কমে আসায় ইউরোপের দেশগুলোতে লকডাউন তুলে নেওয়া হলেও – কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ‘হেলথকেয়ার আর্মি’ গড়ে তোলার প্রস্তাব দিয়েছে ইউরোপের দেশগুলো। খবর রয়টার্স।
এ ব্যাপারে ইউরোপিয়ান সোসাইটি অব ইনটেনসিভ কেয়ার মেডিসিন (ইএসআইসিএম) এর নির্বাচিত প্রেসিডেন্ট মাউরিজিও কেক্কনি রয়টার্সকে বলেছেন, সারবিশ্বের স্বাস্থ্যসেবা কর্মী ও চিকিৎসকদের সমন্বয়ে ‘হেলথকেয়ার আর্মি’ গড়ে তোলা হবে। যারা পৃথিবীর যে কোনো জায়গায় মরণাপন্ন রোগীদের সেবায় এগিয়ে আসবে।
তিনি আরও বলেন, প্রথম দফা করোনা সংক্রমণের সময় অনেক দেশ অপ্রস্তুত অবস্থায় আক্রান্ত হয়েছে। তাই সেইসব দেশে মৃত্যুহার বেশি হয়েছে। যেহেতু, দ্বিতীয় দফা সংক্রমণের বিষয়টি মোটামুটি নিশ্চিত, তাই আমরা আর অপ্রস্তুত থাকতে চাই না।
এদিকে, ইউরোপের দেশগুলোতে ইতোমধ্যেই কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা কর্মী ও চিকিৎসকদের মধ্যে বিশেষায়িত প্রশিক্ষণ (ক্রাশ কোর্স) চালু করা হয়েছে। যে কোনো বিভাগ থেকে এসেই যেনো তারা কোভিড-১৯ চিকিৎসায় অংশ নিতে পারেন সে লক্ষেই এই কোর্স চালু করা হয়েছে বলে সংশ্লিষ্টরা রয়টার্সকে জানিয়েছেন।
অন্যদিকে, ইউরোপীয়ান কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা আঞ্চলিক পর্যায়ে চিকিৎসাসেবা প্রদানকারীদের দক্ষতা উন্নয়নে বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগে, ইতালির করোনা পরিস্থিতি মোকাবিলায় নরওয়ে ও রোমানিয়া থেকে ‘ফ্লাইং ডক্টরস’ দের কয়েকটি দল পাঠানো হয়েছিল।