Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনীতিকরণে করোনা মহামারি আরও বেড়েছে: ডব্লিউএইচও


২২ জুন ২০২০ ১৯:২৮ | আপডেট: ২২ জুন ২০২০ ১৯:৩২

করোনাভাইরাস মহামারির রাজনীতিকরণে তা আরও বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস। সোমবার (২২ জুন) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট আয়োজিত এক স্বাস্থ্য ফোরামে এ মন্তব্য করেন তিনি। তবে নির্দিষ্ট কোনো ঘটনা বা কর্তৃপক্ষের নাম উল্লেখ করেননি তিনি।

ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, এখন প্রয়োজন জাতীয় একতা ও বৈশ্বিক সংহতি। মহামারিটি রাজনীতিকরণের ফলে এটি আরও বেড়ে গেছে। এখন আমরা সবচেয়ে বড় যে হুমকির মুখোমুখি হয়েছি তা শুধু একা ভাইরাস নয়, তা হলো বৈশ্বিক সংহতি ও বিশ্ব নেতৃত্বের অভাব।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিশ্বের প্রতিটি দেশে স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে হবে, এবার বিশ্ব যে সতর্কবার্তা পেয়েছে তাতে এটা শিখা গেছে যে, শক্তিশালী স্বাস্থ্যসেবা- স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা দূর্বল উল্লেখ করে ইতিমধ্যে কয়েকটি দেশের নেতারা সংস্থাটির সমালোচনা করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনেকটা চীন কেন্দ্রিক বলে আখ্যায়িত করে ইতিমধ্যে সংস্থাটিতে আর্থিক অনুদান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনা করোনাভাইরাস ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর