ঢাবি’র ল্যাবে ফের শুরু হচ্ছে করোনা শনাক্তের পরীক্ষা
২২ জুন ২০২০ ১৭:৩৫ | আপডেট: ২২ জুন ২০২০ ১৯:৩০
ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন, কিছুদিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফের কোভিড-১৯ পরীক্ষার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটি নিয়ে মোট পরীক্ষাগারের সংখ্যা হতে যাচ্ছে ৬৩টি।
সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘বর্তমানে ৬২টি পরীক্ষাগারে কোভিড-১৯ পরীক্ষার কার্যক্রম চলছে। সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাগারটি বন্ধ ছিল। তবে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হবে। তাহলে আমাদের পরীক্ষাগার দাঁড়াবে ৬৩টি।’
এর আগে, গত ২৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) করোনা পরীক্ষা কার্যক্রম শুরু করার কথা জানানো হয় স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে। পরবর্তীতে এই পরীক্ষাগারে নমুনা পরীক্ষা শুরু হলেও ৩ জুন থেকে বিশেষ কারণ দেখিয়ে করোনা পরীক্ষার কার্যক্রম বন্ধ করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।