Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফায়ার সার্ভিসে ১৫ কর্মকর্তাসহ করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৬


২২ জুন ২০২০ ১৭:১৭

ফায়ার সার্ভিস (প্রতীকী ছবি)

ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৭৬ কর্মকর্তা ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০১ জন সু্স্থ হয়ে উঠেছেন। বাকিদের কেউ কেউ হোম কোয়ারেনটাইনে অথবা অফিস কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

সোমবার (২২ জুন) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, আক্রান্তদের মধ্যে ২৩ জন সদর দফতর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেঁজগাও ফায়ার স্টেশনের, ৩২ জন অধিফতরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, আট জন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ১২ জন ডিইপিজেট ফায়ার স্টেশন (সাভার)-এর, আট জন সাভার ফায়ার স্টেশনের, এক জন লালবাগ ফায়ার স্টেশনের, এক জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, দুই জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, তিন জন ডেমরা ফায়ার স্টেশনের, চার জন খিলখাও ফায়ার স্টেশনের, সাত জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, একজন জন পলাশী ফায়ার স্টেশনের, ছয় জন সিলেট ফায়ার স্টেশনের, এক জন বড়লেখা, এক জন কুলাউড়া ফায়ার স্টেশনের (সিলেট), এক জন কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের, একজন টঙ্গী ফায়ার স্টেশনের, পাঁচ জন ফুলপুর ফায়ার স্টেশনের, একজন টাঙ্গাইল ফায়ার স্টেশনের, একজন সালতা ফায়ার স্টেশন (ফরিদপুর), চার জন রংপুর কন্ট্রোল রুমের।

এছাড়া এক জন সৈয়দপুর ফায়ার স্টেশনের, এক জন পটিয়া ফায়ার স্টেশনের, এক জন লক্ষ্মীপুর ফায়ার স্টেশনের, এক জন মাটিরাঙা ফায়ার স্টেশনের, তিন জন বারিধারা ফায়ার স্টেশনের, দুই জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী এবং চার জন চট্টগ্রামের লামা স্টেশনের কর্মী।

আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সেন্টার ও রূপগঞ্জের ইউসুফ স্কুলসহ বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আক্রান্ত করোনা ফায়ার

বিজ্ঞাপন

নারায়নগঞ্জসহ ৩ জেলায় নতুন ডিসি
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫০

আরো

সম্পর্কিত খবর