করোনায় মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক
২২ জুন ২০২০ ১৬:২৫ | আপডেট: ২২ জুন ২০২০ ১৬:৩৭
ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিরপুরে কর্মরত ছিলেন। বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
সোমবার (২২ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেখ ফরিদের। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও তিন বছরের এক ছেলে রেখে গেছেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, যুগ্ম পরিচালক ফরিদ উদ্দিন সোমবার সকালে হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেছেন। তবে তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, এটি আমি নিশ্চিত নই। তার ডেথ সার্টিফিকেট পেলে জানা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা করোনায় আক্রান্ত হলে তাদের আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য চুক্তি হয়েছিল। তবে তিনি আনোয়ার খান মর্ডান হাসপাতালে না গিয়ে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ