Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার সেই তুফানকে জামিন দেননি হাইকোর্ট


২২ জুন ২০২০ ১৬:২৩

ঢাকা: বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এরপর ওই কিশোরীসহ তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার মামলার প্রধান আসামি বহিস্কৃত শ্রমিক লীগ নেতা সেই তুফান সরকার জামিন দেননি হাইকোর্ট।

সোমবার (২২ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন নিয়ে নিয়মিত বেঞ্চে যেতে বলেছেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন এএইচএম রেহানুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৮ জুলাই নারী ও শিশু নির্যাতন আইনে ওই মেয়ের মায়ের করা মামলায় বলা হয়, ভালো কলেজে ভর্তি করবে বলে তুফান মোবাইলে যোগাযোগ করে। পরে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে ২০১৭ সালের ১৭ জুলাই তুফান তার বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। তুফানের স্ত্রী বিষয়টি জানতে পেরে ওই ঘটনার জের ধরে ওই বছরের ২৮ জুলাই মেয়েটি ও মেয়ের মাথা ন্যাড়া করে এবং বেধড়ক মারধর করা হয়।

এ ঘটনায় দায়ের হওয়া এ মামলায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করে।

এ মামলায় তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ওসি (অপারেশন্স) আবুল কালাম আজাদ ২০১৭ সালের ১০ অক্টোবর পৃথক দুটি ধারায় ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করে। মামলাটি বর্তমানে বিচারাধীন।

সারাবাংলা/এজেডকে/একে

তুফান ধর্ষণ নারী নির্যাতন মামলা বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর