Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানির বর্ধিত মূল্যের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা


২২ জুন ২০২০ ১৪:০৫ | আপডেট: ২২ জুন ২০২০ ১৫:৪৯

ঢাকা: ঢাকা ওয়াসার পানির ২৫ শতাংশ বর্ধিত মূল্য বৃদ্ধির ওপর আগামী ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২২ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৭ জুন রিটের শুনানি শেষে আজ আদেশের জন্য রেখেছিলেন আদালত। ওই দিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। ওয়াসার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রাষ্ট্রপক্ষে ছিলেন অমিত তালুকদার।

বিজ্ঞাপন

রিটকারী আইনজীবী তানভীর আহমেদ বলেন, ‘আবেদনটির শুনানি শেষে ওয়াসা কর্তৃপক্ষের বর্ধিত যে ২৫ ভাগ বিল সেটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ১০ আগস্ট পর্যন্ত।’

গত ১৫ জুন হাইকোর্টে জনস্বার্থে আবেদন করেন এ আইনজীবী।

রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, ঢাকা ওয়াসা, পানি সরবরাহ ও পয়োঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয় ।

রিটে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২৬ ফেব্রুয়ারি পানির দাম বাড়িয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি এক হাজার লিটার পানির দাম ১১ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে।

এ ছাড়া বাণিজ্যিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। এটি চ্যালেন্জ করা হয়েছে।

গত ১ এপ্রিল থেকে ওয়াসার পানির ওপর ২৫ শতাংশ মূল্য বৃদ্ধি কার্যকর হয়।

পানির দাম হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর