ব্রাজিলে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে
২২ জুন ২০২০ ০৭:২৬ | আপডেট: ২২ জুন ২০২০ ১৪:৫২
ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ ব্রাজিল, যেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হলো।
রোববার (২১ জুন) জন হপকিনস ইউনিভার্সিটি করোনাভাইরাস রিসার্চ সেন্টারের প্রকাশিত তথ্য থেকে দেখা গেছে দেশটিতে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫৯১ জন। রোববার পর্যন্ত ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৮৩ হাজারের বেশি।
এদিকে রোববার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯০ লাখ। এছাড়া এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষের।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ। এছাড়া করোনাভাইরাসে ইতালি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাজ্যে ব্যাপক প্রাণহানি হয়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।