Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি নেতারা শুরু থেকে অসহায় মানুষদের সহায়তা করে যাচ্ছে’


২২ জুন ২০২০ ০০:৫৫ | আপডেট: ২২ জুন ২০২০ ১৩:০৮

ঢাকা: করোনা সংকটের শুরু থেকেই বিএনপি নেতারা অসহায় ও উপার্জনহীন হয়ে পড়া পরিবারগুলোকে সহায়তা করে আসছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তারা নিজেদের সহায়-সম্পদ বিক্রি করে মানুষদের সহায়তা করছেন বলেও দাবি করেছেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত ৫৬ লাখ পরিবারের প্রায় সোয়া দুই কোটি মানুষকে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। আমাদের দলের কেউ কেউ জমি বিক্রি করে, স্ত্রীর গয়না বিক্রি করে এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে, রিলিফ দিয়েছে।’

বিজ্ঞাপন

রোববার (২১ জুন) রাতে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন আয়োজিত এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে চেয়েছি এই সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে। আমরা প্রথম সরকারের কাছে একটি অর্থনৈতিক প্যাকেজ দিয়েছি। সরকার আমাদের কোনো সাড়া দেয়নি, কোনো আলোচনাও করেনি। আমরা প্যাকেজ দেওয়ার পরে প্রধানমন্ত্রী আরেকটা প্যাকেজ দিলেন। কিন্তু আমরা সুস্পষ্টভাবে দিয়েছিলাম কীভাবে কোথায় কী করতে হবে। কিন্তু তারা ওগুলো না করে এমনভাবে দিলো যে, পরে দেখা গেল এটা কোনো প্রণোদনা নয়, ব্যাংকের লোন।’

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার সব ক্ষেত্রে জনগণের সঙ্গে প্রতারণা করে দেশ শাসন করছে পেশী শক্তি দিয়ে। আমরা বুঝতে পেরেছিলাম সরকার করোনা সংকট সেভাবে হ্যান্ডেল করতে পারবে না।’

টুকু বলেন, ‘আমি খুব আনন্দিত যে আমাদের দলের কর্মীরা খুবই নিবেদিত। তাদের ঐকান্তিক প্রচেষ্টা, অংশগ্রহণ, সহযোগিতার কারণে আমরা প্রায় ৫৬ লাখ পরিবারকে রিলিফ বিতরণ করেছি। প্রায় সোয়া দুই কোটি মানুষকে আমরা সহযোগিতা করতে পেরেছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘করোনা প্রতিরোধের জন্য যদি জানুয়ারি থেকে প্রস্তুতি নিত, তাহলে আমাদের এই দিনটা দেখতে হতো না। এখন মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। বাতাসে লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। সরকার কারোনা নিয়ে যে তথ্য দিচ্ছে তার থেকে প্রায় ২০ থেকে ৪০ ভাগ বেশি মানুষ সংক্রমিত হচ্ছে, মারা যাচ্ছে। অনেকেই লক্ষণ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, টেস্ট করাতে পারছে না এবং টেস্ট করতে এসে অনেকে মারা যাচ্ছে। সব মিলিয়ে আমরা এক ভয়ঙ্কর পরিস্থিতির তলানিতে যাচ্ছি।’

টুকু বলেন, ‘এখন মানুষের মধ্যে এমন ভীতি  কাজ করছে যে জ্বর হলেও বলে না, ভয় পায়।  বললে যদি একঘরে হয়ে যায়, তাকে ফেলে চলে যায়। কিন্তু বিএনপি মানুষের পাশে আছে, থাকবে।’

বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন  দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য ডাক্তার ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যরা।

ইকবাল হাসান মাহমুদ টুকু করোনা পরিস্থিতি করোনাভাইরাস বিএনপি বিএনপি নেতা মানুষদের সহায়তা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর