Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেজাল জীবাণুনাশকসহ গ্রেফতার ৭ জন কারাগারে


২১ জুন ২০২০ ১৮:৪৭

ঢাকা: ভেজাল ও নকল স্যাভলন, হেক্সাসলসহ বিভিন্ন জীবাণুনাশক তৈরির সঙ্গে জড়িত ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ রোববার (২১ জুন) এ আদেশ দেন।

আসামিরা হলেন- মোহসিন (২৪), আব্দুল কাদের (৫৯), ডালিম (২৪), আব্দুর রউফ (৪০), নূরু মিয়া (৫০), রতন মিয়া (৩৩) ও ইসমাইল আহমেদ।

এর আগে, গত শনিবার ৭ আসামিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন কোতয়ালী থানা পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিত বিচারক তাদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চলমান করোনা মহামারিতে স্যাভলন, হেক্সাসল ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি নকল ও ভেজাল স্যাভলন ও হেক্সাসল তৈরি করে বিক্রয়ে সক্রিয় হয়ে উঠেছে। অসাধু এই চক্রের সাত সদস্যকে ১৯ জুন বিভিন্ন সময়ে রাজধানীর মিডফোর্ড ও বাবুবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে ডিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ। এই সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৯০০ লিটার নকল ও ভেজাল স্যাভলন এবং ৫০০ লিটার নকল ও ভেজাল হেক্সাসল উদ্ধার করা হয়।

ওই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আদালত জীবাণুনাশক নকল স্যাভলন ভেজাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর