Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের সুরক্ষায় জনবান্ধব পদক্ষেপ নিয়েছে সরকার: স্পিকার


২১ জুন ২০২০ ১৮:১৮

ফাইল ছবি

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনাভাইরাসের সংকটকালীন সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সার্বিক সুরক্ষা ও জীবন-জীবিকা নির্বাহের জন্য উন্নয়ন কার্যক্রম ও জনবান্ধব পদক্ষেপ নিয়েছে সরকার। রোববার (২১ জুন) পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘চেক হস্তান্তর’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবন জীবিকা সুরক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ, সংকট সময়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের অস্বচ্ছলতা দূরীকরণের জন্য নগদ অর্থ সহায়তা ঘোষণা ও সরকারি অনুদান, বিভিন্ন প্রকার প্রণোদনা, স্বাস্থ্য বীমার ব্যবস্থাসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসব কার্যক্রম অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ৮৫০টি মসজিদের অনুকূলে বিশ হাজার টাকা করে মোট ১ কোটি ৭০ লাখ টাকার ‘চেক হস্তান্তর’ করা হয়। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ২৫ হাজার টাকার চেক এবং ঢাকা-রংপুর ছয় লেন রাস্তার জন্য পীরগঞ্জ অংশের জমি অধিগ্রহণের ৮৭টি চেক বাবদ ৯ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৯২৫ টাকার চেক বিতরণ করা হয়।

প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর প্রচেষ্টায় ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের অনুকূলে সরকারি অনুদান বরাদ্দ সম্ভব হওয়ায় স্পিকার তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এই উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামিম, রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলাম পিন্টু, স্থানীয় আওয়ামী লীগ নেতা রাকিবুল ইসলাম নয়ন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন।

বিজ্ঞাপন

সংকট সার্বিক সুরক্ষা স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর