Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধস্তন আদালতের ২১ বিচারক ও ৬২ কর্মচারী করোনায় আক্রান্ত


২১ জুন ২০২০ ১৭:১১

ঢাকা: আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত করোনা মনিটরিং ডেস্কের তথ্য অনুযায়ী অধস্তন আদালতে কর্মরত ৮৩ জন নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২১ জন বিচারক ও ৬২ জন কর্মচারী।

এ ছাড়া নওগাঁ জেলা জজ আদালতের একজন অফিস সহায়ক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ওই ব্যক্তির নাম মহিউদ্দিন মোহন। নমুনা পরীক্ষা করতে দেওয়া হলেও তার টেস্টিং রিপোর্ট এখনও আসেনি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত মনিটরিং ডেস্ক এর রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন।

এ জন্য আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিনের রিপোর্ট রাত ১০টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করছেন এবং মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।

আক্রান্ত বিচারকদের মধ্যে এরইমধ্যে সুস্থ হয়েছেন নেত্রকোণার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান।

করোনা ভাইরাস করোনা মোকাবিলা করোনায় আক্রান্ত বিচারক

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর