Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত


২১ জুন ২০২০ ০১:০১ | আপডেট: ২১ জুন ২০২০ ০১:০৪

ঢাকা: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এখনও আশঙ্কামুক্ত নন। তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রাখা হয়েছে। তবে এখনও তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়নি।

শনিবার (২০ জুন) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন ইউনাইটেড হাসপাতালের যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ডা. সাগুফা আনোয়ার।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘উনি বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের এখানে ভর্তি আছেন। ব্লাড প্রেসার কমে গেলে উনাকে গতকাল আইসিইউতে নেওয়া হয়। ব্লাড প্রেসার ওঠানোর চেষ্টা করা হচ্ছে। আইনোট্রপ দিয়েই মেইনটেইন করা হচ্ছে। কিছু নিউরোলজির প্রবলেম ছিল, সেগুলো মেইনটেইন করা হচ্ছে। আর অক্সিজেনের সেচ্যুরেশন মেইনটেইন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘উনার অবস্থা আসলে আগের চাইতে উন্নতি হয়েছে তা বলা যায় না। আবার অবস্থার অবনতি হয়েছে সেটাও বলা যায় না। তবে এখনও উনাকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়নি।’

উল্লেখ্য, ২ জুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেকমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে। বেশকিছু শারীরিক জটিলতার কারণে ২ জুন থেকে এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অপরিবর্তিত অবস্থা টপ নিউজ সাহারা খাতুন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর