Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা চিকিৎসায় যুক্ত হলো শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল


২০ জুন ২০২০ ২৩:৩৬

ঢাকা: শিকদার গ্রুপের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে এখন থেকে মিলবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা। শনিবার (২০ জুন) কলেজটির গুলশান শাখাকে করোনা হাসপাতাল হিসেবে উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রাজধানীর বারিধারার নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতালের উদ্বোধনের সময় মন্ত্রী বলেন, ‘শিকদার গ্রুপের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালটি আজ করোনা চিকিৎসায় যুক্ত হওয়ায় আমরা অনেক আনন্দিত।’

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী জানান, এই হাসপাতালে মোট ৫০টি বেড ও আইসিইউ, সিপিইউ মিলে ২১টি ইউনিট রয়েছে। এখানে পিসিআর ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষাও করা হবে যা এই এলাকার মানুষের করোনা পরীক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে বলেও আশাবাদী মন্ত্রী।

বেসরকারি হাসপাতালগুলো করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

 

শিকদার গ্রুপের পরিচালক সংসদ সদস্য পারভীন হক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও অন্য কর্মকর্তারা।

এর আগে, সকালে স্বাস্থ্যমন্ত্রী চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়োর সাথে করোনা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন। সেখানে স্বাস্থ্যমন্ত্রী করোনা চিকিৎসায় কোন ধরনের ভ্যাকসিন চীন আবিস্কার করতে সক্ষম হলে তা বাংলাদেশকে অগ্রাধিকারভিত্তিতে পাঠানোর অনুরোধ জানান।

করোনাভাইরাস শিকদার মেডিকেল

বিজ্ঞাপন

'জানালা বাংলাদেশ'র ২৪ বছর পূর্তি
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৯

আরো

সম্পর্কিত খবর