করোনায় যুগ্ম-সচিব জাফর আহমেদ খানের মৃত্যু
২০ জুন ২০২০ ২২:১২ | আপডেট: ২০ জুন ২০২০ ২২:৪২
ঢাকা: পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাফর আহমেদ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২০ জুন) রাতে রাজধানীর সরকারি কর্মচারি হাসপাতালে তার মৃত্যু হয়। পরিকল্পনামন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
জাফর আহমেদ খান বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা। সর্বশেষ তিনি পরিকল্পনা মন্ত্রণালেয়ের পরিসংখ্যান ব্যুরোর পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন।
জাফর আহমেদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জাফর আহমেদ খানের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।