Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে বাড়ছে করোনা পজেটিভ রোগীর সংখ্যা


২০ জুন ২০২০ ১৯:২৬

খাগড়াছড়ি: করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। শনিবার (২০ জুন) নতুন করে আরও ১০ জন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা এখন ১২৫ জন।

খাগড়াছড়ি জেলা শহরে শনাক্তদের মধ্যে রয়েছেন সাত জন পুলিশ সদস্য। এছাড়া খাগড়াপুরের এক জন, য়ংড় বৌদ্ধ বিহার এলাকার একজন এবং আনন্দনগর এলাকার একজন রয়েছেন বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।

বিজ্ঞাপন

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, এ পর্যন্ত পাওয়া হিসেবে ১২৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে ৩৩ জন। ১ হাজার ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে এ পর্যন্ত ১০৬৯ জনের ফলাফল হাতে এসেছে।

এদিকে, খাগড়াছড়ি জেলা পুলিশের সদস্যদের মধ্যে বাড়তে শুরু করেছে করোনা পজেটিভ হওয়ার সংখ্যা। কক্সবাজার জেলার উখিয়া থানায় রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন করে ফেরা পুলিশ সদস্য ও খাগড়াছড়ির প্রবেশমুখ রামগড় ও মানিকছড়ি উপজেলার চেক পোস্টে দায়িত্ব পালনকারী সদস্যরা আক্রান্ত হয়েছেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ জানান, ‘পুলিশ সদস্যদের মধ্যে যারা অসুস্থ কিংবা বিভিন্ন স্থান থেকে দায়িত্ব পালন করে আসছেন তাদের আলাদাভাবে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে যাদের লক্ষণ ও আক্রান্ত এলাকা থেকে ফিরেছে তাদের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।’

করোনা কোভিড খাগড়াছড়ি পুলিশ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর