স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ইকবাল কবীর করোনায় আক্রান্ত
২০ জুন ২০২০ ১৭:৩৪ | আপডেট: ২০ জুন ২০২০ ২১:২৯
ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. ইকবাল কবীর।
ইকবাল কবীর নিজেই শনিবার (২০ জুন) সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার গলা ব্যথা, জ্বর আছে। এখন বাসাতে আইসোলেশনে আছি।’
এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদও কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন।