Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমের পিকআপে ফেনসিডিল উদ্ধার: ২ মাদক বিক্রেতা কারাগারে


২০ জুন ২০২০ ১৮:২৯ | আপডেট: ২০ জুন ২০২০ ১৮:৪৩

ঢাকা: একহাজার বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই মাদক বিক্রেতার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আমবোঝাই পিকআপ ট্রাকে লুকিয়ে মাদকের চালান আনার সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তারা গ্রেফতার হয়েছিলেন।

শনিবার (২০ জুন) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. শরিফুল ইসলাম (২৪) ও মো. নুরনবী ওরফে রিপন (২৩)।

বিজ্ঞাপন

এসময় মোহাম্মদ থানার মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বুধবার (১৭ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন। গত ১৬ জুন সকাল সাড়ে ৬টায় র‌্যাব-২ এর একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়। ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

কারাগারে ফেনসিডিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর