কোভিড ১৯ : চট্টগ্রামে আক্রান্ত ৬ হাজার ছাড়ালো
২০ জুন ২০২০ ১৮:১৬ | আপডেট: ২০ জুন ২০২০ ২২:১১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরী ও জেলা মিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে। সরকারি হিসেবে চট্টগ্রামে মৃত্যু হয়েছে ১৩৬ জনের এবং সুস্থ হয়েছেন ৫৩৫ জন।
শুক্রবার (১৯ জুন) সর্বশেষ ১৮৭ জন আক্রান্তের তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। এ হিসেবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৮ জনে।
শনিবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সারাবাংলাকে জানিয়েছেন, শুক্রবার চট্টগ্রামের চট্টগ্রামের বিআইটিআইডি, সিভাসু, চমেক, চবি, ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ৭৭৩টি নমুনা পরীক্ষা করে আরও ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ৯২ জন এবং উপজেলার ৯৫ জন রয়েছে।
শুক্রবার ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২৬৯টি। এদের মধ্যে করোনা শনাক্ত হয় ৪২ জনের। এদের মধ্যে নগরীর ২০ জন ও উপজেলার ২২ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে এদিনে ১৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা পজেটিভ আসে। যাদের মধ্যে নগরীর চারজন এবং বিভিন্ন উপজেলার ৩৫ জন।
শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ২১৭টি। যাদের মধ্যে ৫৪ জনের পজিটিভ আসে। এর মধ্যে উপজেলার পাঁচজন এবং ৪৯ জন নগরীর বাসিন্দা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষা করা হয় গত শুক্রবার । এর মধ্যে পজিটিভ মিলেছে ৪৯ জনের। এদের মধ্যে নগরীর ১৯ জন এবং বিভিন্ন উপজেলার ৩০ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ৯টি নমুনা করে তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।