Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বব্যাপী করোনা ঝুঁকি বাড়ছে: ডব্লিউএইচও


২০ জুন ২০২০ ১২:১০ | আপডেট: ২০ জুন ২০২০ ১৬:৩১

২৪ ঘণ্টায় দেড় লাখ মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উল্লেখ করে – বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে জানানো হয়েছে দিনকে দিন বিশ্বব্যাপী করোনা ঝুঁকি বাড়ছে।

শুক্রবার (১৯ জুন) জেনেভা’র ডব্লিউএইচও সদর দফতর থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দিয়ে এ কথা জানিয়েছেন সংস্থাটির ডিরেক্টর জেনারেল (ডিজি) টেড্রোস আধানম গেব্রেইসাস।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এখন নতুন ও বিপদজনক পর্যায়ে উন্নীত হয়েছে। এখন এর বিস্তারের গতি আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে। বিশ্বের অধিকাংশ মানুষ এখন করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এছাড়াও, নভেল করোনাভাইরাসের বর্তমান সংক্রমণ বাস্তবতায় শারীরিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেছেন ডব্লিউএইচও’র ডিজি।

এ ব্যাপারে তিনি আরও বলেন, ভ্যাকসিন উদ্ভাবন না হওয়া পর্যন্ত করোনা মোকাবিলার সার্বিক পরিস্থিতি আমাদের জন্য একটু কঠিনই হবে। তবে, সর্বস্তরের মানুষ সচেতন থাকলে এই লড়াইয়ে জয় সুনিশ্চিত।

পাশাপাশি, ডব্লিউএইচও’র জরুরি পরিস্থিতি মোকাবিলা বিভাগের পরিচালক মাইক রায়ান ওই সংবাদ সম্মেলন থেকেই বিভিন্ন দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণের ‘দ্বিতীয় ঢেউ’ শুরু হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, শনিবার (২০ জুন) এই প্রতিবেদন লেখা অবধি বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ বিশ্বব্যাপী মোট ৮৭ লাখ ৬৬ হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৬২ হাজার ৬৯১ জনের এবং চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৪৬ লাখ ২৭ হাজার ৮৮৩ জন।

কোভিড-১৯ টেড্রোস আধানম গেব্রেইসাস নভেল করোনাভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর