Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় শহিদ ৪২ চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জাতীয় পরামর্শক কমিটির


২০ জুন ২০২০ ১০:১৮ | আপডেট: ২০ জুন ২০২০ ১৪:৪৬

ঢাকা: অদৃশ্য শক্র নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলা করতে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন দেশের ৪২ জন মেধাবী চিকিৎসক। এই শহিদ জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

শুক্রবার (১৯ জুন) জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শ্রদ্ধা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদৃশ্য শক্র করোনার বিরূদ্ধে মুখোমুখি যুদ্ধ করছেন চিকিৎসক,নার্স, স্বাস্থকর্মীসহ বিভিন্ন সম্মুখযোদ্ধারা। পুরো বিশ্বকে পাল্টে দিলেও প্রাণঘাতি এ ভাইরোসের ভয়ে দমে যায়নি ভয় জয় করা সম্মুখযোদ্ধারা। তবু চিকিৎসক যোদ্ধারা অমিত সাহসী বীরদের মতো লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা জাতীয় বীর। শহিদ বন্ধুদের শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি আমরা। তাদের অপূরণীয় ক্ষতি আর যন্ত্রণাময় অনুভবের মতো করে আমরাও অনুভব করছি দেশের শ্রেষ্ঠ সন্তানদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা যুদ্ধের শহিদ সামনের সারিতে লড়াই করছেন এমন অন্যান্য পেশাজীবীদের কীর্তিগাঁথাও আমরা স্মরণ করছি। কোভিড-১৯ সংক্রমণে এ পর্যন্ত বাংলাদেশের তের শতাধিক নাগরিক প্রাণ দিয়েছেন। তাদেরও আত্মার শান্তি কামনা করছি। বিপুল সংখ্যক চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী, পেশাজীবী এবং দেশের লক্ষাধিক মানুষ কোভিড-১৯ সংক্রমিত হয়ে জীবনের সঙ্গে লড়াই করছেন। তাদের আশু রোগমুক্তি কামনা করছি।

জাতির সেবায় নিজেদের উৎসর্গ করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিয় চিকিৎসক ও সকল সম্মুখযোদ্ধা বন্ধুরা, আসুন, আমরা আরও সাহসী হই। প্রয়াত বীরদের জন্য নিবেদিত শ্রদ্ধার্ঘ্য অন্তরে ধারণ করে, শোককে শক্তিতে পরিণত করি। আসুন জাতির সেবায় নিজেদের উৎসর্গ করি।

বিজ্ঞাপন

করোনা মোকাবিলা করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর