Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ল্যাবে নমুনার স্তূপ, ১৫ দিনেও মিলছে না রিপোর্ট: রিজভী


১৯ জুন ২০২০ ১৬:১৮ | আপডেট: ১৯ জুন ২০২০ ২১:২২

ঢাকা: ‘ল্যাবে নমুনার স্তূপ জমে থাকলেও করোনা সাসপেক্টেড রোগীরা ১৫ দিনেও রিপোর্ট পাচ্ছেন না— এমনটিই অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।

শুক্রবার (১৯ জুন) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘করোনাভাইরাস আতঙ্কে কাটছে মানুষের দিন। মানুষ বিপর্যস্ত ও আতঙ্কিত। করোনাভীতিতে আচ্ছন্ন দেশের জনগণ। মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে ভেন্টিলেটর, আইসিইউ ও করোনা পরীক্ষার ব্যবস্থা সারাবিশ্বের মধ্যে সর্বনিম্ন।’

‘করোনা পরীক্ষার রিপোর্ট ১৫ দিনেও মিলছে না। ল্যাবে নমুনার স্তূপ জমা হয়ে আছে’— বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যখাতের বর্তমান দুর্দশায় প্রমাণিত হয়েছে, এ সরকার জনগণের সঙ্গে বছরের পর বছর ধরে ধাপ্পাবাজি করেছে। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৭টি জেলাতেই ইনটেনসিভ কেয়ার ইউনিট নেই। করোনাভাইরাসের এ মহামারিতে স্বাস্থ্যখাতের বিপন্ন ও ভঙ্গুর ছবি প্রকাশ হয়ে পড়েছে।’

রিজভী বলেন, ‘২০১৪ সালের ২৩ নভেম্বর তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম জাতীয় সংসদে বলেছিলেন চলতি মাসেই অর্থাৎ ২০১৪ সালের নভেম্বর মাস থেকেই জেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও হৃদরোগীদের জন্য বিশেষ পরিচর্যা কেন্দ্র (সিসিইউ)এর কার্যক্রম শুরু হচ্ছে।’

তিনি বলেন, ‘মোহাম্মদ নাসিমের প্রতিশ্রুতির ঠিক ছয় বছর পর ২০২০ সালে এসেও আওয়ামী সরকারের মুখে সেই একই কথা। একই প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ এপ্রিল জাতীয় সংসদে বলেছেন, প্রতিটি জেলা হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপন করা হবে।’

বিজ্ঞাপন

‘আওয়ামী সরকারের বারবার একই রকম প্রতিশ্রুতি ‘কাজীর গরু কেতাবেই থাকছে, গোয়ালে নেই’-এর মতো’— বলেন রুহুল কবির রিজভী।

করোনা করোনা মোকাবিলা করোনাভাইরাস টপ নিউজ বিএনপি রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর