Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তান থেকে সাড়ে ৮ হাজার মার্কিন সৈন্য প্রত্যাহার


১৯ জুন ২০২০ ১৬:০৪ | আপডেট: ১৯ জুন ২০২০ ১৬:৩৬

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবে আফগানিস্তান থেকে ইতোমধ্যেই আট হাজার ৬০০ মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি। খবর এএফপি।

বৃহস্পতিবার (১৮ জুন) এসপেন ইনস্টিটিউট আয়োজিত এক প্যানেল আলোচনায় তিনি এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে জেনারেল ম্যাকেনজি বলেন, চুক্তি অনুসারে ১৩৫ দিনের মধ্যে আট হাজার সৈন্য সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও, ২০২১ সালের মধ্যে আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়া হবে বহুল আকাঙ্ক্ষিত এই সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্র চুক্তিবদ্ধ বলে তিনি জানিয়েছেন।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে সম্পাদিত চুক্তিতে যুক্তরাষ্ট্র মধ্য জুলাইয়ের মধ্যে আফগানিস্তানে কর্মরত ১২ হাজার মার্কিন সৈন্যের মধ্য থেকে আট হাজার ৬০০ সেনা প্রত্যাহারের ব্যাপারে সম্মত হয় যুক্তরাষ্ট্র।

ওই চুক্তিতে বলা হয়, ২০২১ সালের মাঝামাঝিতে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্য সকল বিদেশী সৈন্য সরিয়ে নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০০০ সালে নিউইয়র্ক ও ওয়াশিংটনে আল কায়েদার নাইন ইলেভেন সন্ত্রাসী হামলার ঘটনায় আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে মার্কিন সৈন্য পাঠানো শুরু হয়। প্রায় ২০ বছর পর, তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসবে চুক্তির আওতায় আফগানিস্তান থেকে মার্কিন ও অন্য বিদেশী সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে।

আফগানিস্তান আল কায়েদা মার্কিন সৈন্য যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর